মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে বাংলা নববর্ষ পালনের লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ থেকে জুমের মাধ্যমে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক ড. মুহাম্মদ মুনসুর আলম খানের সভাপতিত্বে জুমের মাধ্যমে আলোচনা সভায় বক্তব্য রাখেন মেহেরপুর সদর উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম, গাংনী পৌর সভার মেয়র আহমেদ আলি, অবসরপ্রাপ্ত শিক্ষক সিরাজুল ইসলাম।
সভায় বাংলা নববর্ষ পালনের জন্য করোনাভাইরাস এর পরিস্থিতির উপর লক্ষ্য রেখে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানানো হয়।