বাংলাদেশ কমিউনিস্ট পার্টির (সিপিবি) মেহেরপুর জেলা শাখার উদ্যোগে সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে বাংলাদেশ কমিউনিস্ট পার্টির (সিপিবি) মেহেরপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ শহিদুল ইসলাম কাননের পরিচালনায় সভা অনুষ্ঠিত হয়। মেহেরপুর পুরাতন বাসস্ট্যান্ড কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন মোঃ শহিদুল ইসলাম (গাংনী)।
সভায় বক্তব্য রাখেন, মোঃ আক্কাস আলী, মোশারফ হোসেন, রফিকুল ইসলাম, শহিদুল্লাহ, গোলাম মস্তফা, রফিকুল ইসলাম (২), মহাদেব শাহা, আহসান হাবীব, খোকন, মিজানুর রহমান, রাজন, বাচ্চু, পাভেল প্রমুখ।
সভায় বর্তমান সময়ে দেশ ও দলের সার্বিক দিক ও বর্তমান প্রেক্ষাপটে পার্টির আগামী দিনের কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।