মেহেরপুর সদরের বারাদি বাজার কমিটির উদ্যোগে নিম্নআয়ের কর্মহীন ব্যবসায়ীদের গতকাল সকাল ১০ সময় ত্রাণ বিতরণ করা হয়েছে।
করোনা আতঙ্ককে কেন্দ্র করে সরকারি বা প্রশাসনের নির্দেশ অনুযায়ী সকল প্রকার ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণায় বাজার কমিটির নির্দেশে দোকানপাট বন্ধ রাখা হয়েছে।
এতে কর্মহীন হয়ে পড়েছে নিম্নআয়ের ব্যবসায়ীরা ফলে দারিদ্রতা ও এখন তাদের দোরগোড়ায়। দরিদ্র নিম্নআয়ের এই সকল ব্যবসায়ীদের পাশে দাঁড়িয়েছেন বারাদি বাজার কমিটি ।
চাল ডাল আলু পিয়াজ এইসব নিত্য প্রয়োজনীয় সামগ্রী পৌঁছে দিয়েছেন দোকানে দোকানে ।
বাজার কমিটির সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান বলেন, আমাদের মত এইভাবে সমাজের বিত্তবানরা এগিয়ে আসলে এই দুঃসময়ে মানুষের কষ্টটা কিছুটা হলেও লাঘব হবে। ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন বারাদি বাজার কমিটির সভাপতি লিয়াকত আলী সরদার, সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান, আব্দুল মাবুদ, মহরম, ছমির, গোলাম মর্তুজা, আনিসুর রহমান সহ বাজারে অন্যান্য সদস্যবৃন্দ।