মেহেরপুর-কুষ্টিয়া সড়কের গাংনী উপজেলার তেরাইল-অলিনগরপাড়া এলাকায় লোকাল পরিবহনের একটি চলন্ত বাস খাদে উল্টে পড়ে ৭ জন আহত হয়েছেন।
আহতদের উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও মেহেরপুর ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতরা হলেন, গাংনী উপজেলার গাঁড়াডোব গ্রামের জামাল উদ্দীনের ছেলে জাহিদ হাসান (৩৫), একই গ্রামের সামছদ্দিনের ছেলে শাওন (২৫), চাঁদপুর গ্রামের আতর আলীর ছেলে তোহিদুল ইসলাম (৪৫), চেংগাড়া গ্রামের মনিরুল ইসলামের ছেলে শাহনেওয়াজ (৪০), মেহেরপুর জেলা শহরের আব্দুল লতিবের ছেলে শাহিনুর আক্তার (৪০), গাংনী উপজেলার ধর্মচাকী গ্রামের মৃতু আব্দুর রহিমের ছেলে আলী হোসেন (৬০) ও তার ছেলে ওয়াসিম আলী (৩৬)।
গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক পৌণে ৯ টার দিকে কুষ্টিয়া থেকে মেহেরপুরের দিকে ছেড়ে আসা মায়ারিনা প্লাস পরিবহন যার নং (ঢাকা মেট্রো-জ-১১-১৮৭৭) অলিনগর পৌছানো মাত্র নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তি খাদে পড়ে যায়। এতে ৭ জন যাত্রী কারোর হাত কারোর পা, কয়েকজনের কোমর ভেঙ্গে গেছে। স্থানীয়রা তাদের উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। সেখান থেকে কয়েকজনকে মেহেরপুর ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন খবর শুনে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পাঠানো হয়েছে।