মেহেরপুর সদর উপজেলার ঝাউবাড়িয়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা অ্যাড. আব্দুর রশীদ এর লাশ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। গত বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে তিনি তার বাসভবনে ইন্তেকাল করেন। তিনি দীর্ঘদিন ধরে হার্টের অসুখে ভুগছিলেন।
বৃহস্পতিবার সকাল ১০টার সময় ঝাওবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামান রিপন এর উপস্থিতিতে একদল চৌকস পুলিশ
বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশীদ কে গার্ড অব অনার প্রদান করেন।
পরে জানাযার নামাজ শেষে ঝাওবাড়িয়া কবর স্থানে তার লাশ দাফন করা হয়।
বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশীদ ঝাওবাড়িয়া গ্রামের মৃত মোজাম্মেল হোসেনের ছেলে। তিনি ১৯৭৩-৮৯ সাল পর্যন্ত সেনাবাহিনীতে (এসিসি কোর) সার্জেন্ট পদে চাকুরীরত ছিলেন। সে হিসেবে যশোর আর্মি ক্যান্টনমেন্ট সেনাকুঞ্জ থেকে ১১ সদস্যের একটি দল তাকে গার্ড অব অনার প্রদান করেন।
বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ এর গার্ড অফ অনার প্রদানে
উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. মিয়াজান আলী, সাধারণ সম্পাদক অ্যাড. ফরিদ হোসেন, মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল কাশেম, ফ্রেন্ডস ফাউন্ডেশনের সভাপতি এ এল এম জিয়াউল হক, অ্যাড. মারুফ আহমেদ বিজন, মেহেরপুর জেলা প্রেসক্লাবের সভাপতি মোজাম্মেল আযম, শামীম জাহাঙ্গীর সেন্টু প্রমূখ।