মেহেরপুরের ভারতীয় সীমান্তবর্তী বাংলাদেশের অভ্যন্তর থেকে চোরচালানাকৃত ১২ কেজি রৌপ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার সকালে বিজিবি কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) মেহেরপুরের গাংনী উপজেলার সীমান্তবর্তী তেঁতুলবাড়ী বিওপির একটি টহল দল পরিত্যক্ত অবস্থায় এই রৌপ্য জব্দ করেন।
৪৭-বিজিবি কুষ্টিয়া ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর মোহাম্মদ রফিকুল ইসলাম সন্ধ্যায় দেওয়া প্রেসনোট থেকে জানা যায়, গতকাল শনিবার সকালে মেহেরপুরের তেঁতুলবাড়ী বিওপির কমান্ডার নায়েব সুবেদার মো. মশিউর রহমানের নেতৃত্বে মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করা হয়।
এসময় ভারত-বাংলাদেশ সীমান্ত পিলার ১৪১/১-এস থেকে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরেন মথুরাপুর মাছ এলাকার একটি বাঁশ বাগান থেকে পরিত্যক্ত অবস্থায় ভারতীয় ১২ কেজি রৌপ্য জব্দ করা হয়।
জব্দকৃত রৌপ্য এর আনুমানিক সিজার মূল্য ১৬ লাখ ৭৮ হাজার ৯২০ টাকা। জব্দকৃত রৌপ্য সেক্টর সদর দপ্তরে জমা করা হয়েছে।