মুজিববর্ষ উপলক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ৩য় পর্যায়ে জমি ও গৃহ প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন উপলক্ষে মেহেরপুর সদর উপজেলা প্রশাসনের আয়োজনে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকেলে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এই প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। প্রেস ব্রিফিং এ সভাপতিত্ব¡ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান রিপন।
প্রেস ব্রিফিং উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান রিপন বলেন, আগামী ২৬ এপ্রিল ভিডিও কনফারেন্সে মাধ্যমে সারাদেশের ন্যয় মেহেরপুরে জেলার ৪০ জন ভুমিহীন ও গৃহহীনদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জমিসহ ঘর হস্তান্তর উদ্বোধন করবেন। এটা তৃতীয় পর্যায়ের বরাদ্দ।
এর আগে সদর উপজেলায় প্রথম ও দ্বিতীয় পর্যায়ে ৫৮ জনকে ঘর প্রদান করা হয়েছে এবং তৃতীয় পর্যায়ে ৪০ জনকে আগামী ২৬ এপ্রিল ঘর বিতরণ করা হবে।
এসময় সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু সাঈদ, বিটিভি জেলা প্রতিনিধি আল আমিন, মেহেরপুর নিউজের সিনিয়র সাংবাদিক মিজানুর রহমান, ভোরের কাগজ পত্রিকার জেলা প্রতিনিধি মর্তুজা ফারুক রুপক প্রমুখ উপস্থিত ছিলেন।