মেহেরপুর শহরের পুরাতন বাসস্ট্যান্ডের নিমতলায়আর এ পরিবহন কাউন্টারে অভিযান চালিয়ে ৫ কার্টুন ভেজাল বোতলজাত মবিলসহ হেলাল উদ্দিন(৩২) নামের এক যুবককে আটক করেছে মেহেরপুর জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। আটক হেলাল উদ্দিনের বাড়ি মেহেরপুর সদর উপজেলার আমঝুপি ইউনিয়নের খোকসা গ্রামে।
১৯ আগস্ট দিবাগত রবিবার রাত নয়টার দিকে গোপন সংবাদ পেয়ে ডিবি’র ওসি সাইফুল আলমের নেতৃত্বে মেহেরপুর পুরাতন বাসস্ট্যান্ডের নিমতলায় খুলনা থেকে মেহেরপুর রুটে চলাচলকারী আর এ পরিবহনের কাউন্টারে অভিজান চালিয়ে (৫ টিকার্টুন) ১৭৯ বোতল ভেজাল মবিল উদ্ধার করেন।
পরে পণ্যের গুণগতমান পরীক্ষা-নিরীক্ষা করে ভেজাল নিশ্চিতহওয়ার পর আজ রবিবার (২০ আগস্ট) তাকে গ্রেফতার দেখিয়ে একটি মামলা দায়ের করা হয়।
মেহেরপুর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ সাইফুলআলম বলেন, ‘ভেজাল মবিল পরিবহন, সংরক্ষণ ও বাজারজাতকরণের অপরাধে হেলাল উদ্দিনের বিরুদ্ধেঅত্যাবশকীয় পণ্য নিয়ন্ত্রণ আইনের ৬ ধারাতে একটি মামলা দায়ের করে আদালতে প্রেরণ করাহয়েছে। হেলাল উদ্দিনের সাথে যদি আর কেউ জড়িত থাকে তবেতাদেরকেও আইনের আওতায় আনা হবে।’