মেহেরপুরের গাংনী উপজেলার গাড়াবাড়িয়া থেকে সদর উপজেলার কুলবাড়িয়া গ্রাম পর্যন্ত ভৈরব নদের পাড় দিয়ে ২৫০টি তালের বীজ বপন করেছে স্থানীয় পাঁচ যুবক।
গতকাল শুক্রবার মেহেরপুর প্রতিদিনের ছড়াকার নাসিম আহমেদ, সোহেল, মাসুম, সবুজ, নাইম এই পাঁচ যুবকের ব্যক্তি উদ্যোগে বজ্রপাত প্রতিরোধক এসকল তালের বীজ বপন করা হয়।