মেহেরপুরে “মসজিদ পাঠাগার সম্প্রসারণ ও শক্তিশালীকরণ প্রকল্প” এর মসজিদ পাঠাগারের সভাপতি/সম্পাদকদের নিয়ে মতবিনিময় ও নতুন পাঠাগারের পুস্তকসহ আলমারি বিতরণ করা হয়েছে।
জেলা ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১২ টার দিকে জেলা শিল্পকলা একাডেমীর মিলনায়তনে এ মতবিনিময় ও নতুন পাঠাগারের পুস্তকসহ আলমারির চাবি বিতরণ করা হয়।
জেলা প্রশাসক মোঃ শামীম হাসানের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার এস এম নাজমুল হক।
এছাড়াও এসময় ইসলামিক ফাউন্ডেশনের উপ পরিচালক সিরাজুম মনির, ইমাম মুফতি মোঃ সাদিকুর রহমান, ফিল্ড অফিসার আবু রায়হান, মাস্টার ট্রেইনার মাওঃ মোঃ আঃ হামিদ, ফিল্ড সুপারভাইজার তাওহীদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
মেহেরপুর জেলার ১৮ টি পাঠাগারে বইসহ আলমারি বিতরণ করা হয়েছে।