মেহেপুরে হেরোইন রাখার অভিযোগ প্রমাণিত হওয়ায় ইউনুস আলী নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ডাদেশ দিয়েছে আদালত।
রবিবার দুপুরের দিকে মেহেরপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রিপতি কুমার বিশ্বাস এ রায় দেন। সাজাপ্রাপ্ত ইউনুস আলী মেহেরপুরের গাংনী উপজেলার খাসমহল গ্রামের ইসাহক মণ্ডলের ছেলে।
মামলার বিবরণে জানা গেছে ২০১২ সালের ২৪ শে মার্চ গাংনীর র্যাব-৬ এর কর্পোরাল শামসুল হকের নেতৃত্বে র্যাব-৬ এর একটি দল গোপন সূত্রে খবর পেয়ে মেহেরপুরের গাংনী উপজেলার খাসমহল গ্রামে ইউনুস আলীর বাড়িতে অভিযান চালায়। এসময় ইউনুস আলীর ঘর তল্লাশি করে ৯০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
এঘটনায় ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ১৯ (১) ধারার টেবিলের ১ (খ) ধারায় গাংনী থানায় একটি মামলা দায়ের করেন। যার মামলা নং ২৫। জি আর কেস নং ১৯৫/১২, সেশন কেস নং ৮৪/১৩। এই মামলার তদন্তকারী কর্মকর্তা তৎকালীন গাংনী থানার এসআই টিপু সুলতান মামলার প্রাথমিক তদন্ত শেষে আদালতে চার্জশিট দাখিল করেন।
মামলায় মোট ১৪ জন সাক্ষী তাদের সাক্ষ্য প্রদান করেন। এতে আসামি ইউনুস আলী দোষী প্রমাণিত হওয়ায় বিজ্ঞ আদালত তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ডাদেশ দেন।
মামলায় রাষ্ট্রপক্ষে অতিরিক্ত পিপি কাজি শহীদ এবং আসামিপক্ষে অ্যাডভোকেট মোশাররফ হোসেন কৌঁশলী ছিলেন।