মেহেরপুরের আমঝুপিতে এ এল আয়ডি এর সহযোগিতায় মানব উন্নয়ন কেন্দ্র মউক এর উদ্যোগে করোনা ভাইরাসের কারনে কর্মহীন হয়ে পড়া একশত হিজড়া, বামন, সাপুড়ে,
শিল্পি, প্রতিবন্ধী ও হকারদের মাঝে খাদ্য সামগ্রী সহ মাস্ক বিতরণ করেন ।
সোমবার দুপুরে তৃণমূল মডেল একাডেমি চত্তরে মউক এর নির্বাহী প্রধান আসাদুজ্জামান সেলিম এর সভাপতিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক আব্দুল কাদের।
এসময় মউক এর নির্বাহী প্রধান আসাদুজ্জান সেলিম বলেন, করোনা কালীন সময়ের মধ্য দিয়ে মেহেরপুর জেলায় মাস্ক বিতরণ থেকে শুরু করে খাদ্য বিতরণ, মানুষের মাঝে সচেতনা মূলক প্রচারনা, হ্যান্ড স্যানিটাইজার সহ বিভিন্ন র্কায়ক্রম পরিচালনা করেছে।
এসময় বিশেষ অতিথী হিসেবে উপস্থিত ছিলেন, জেলা শিল্পকলা একাডেমির সম্পাদক সাইদুর রহমান।
আরও উপস্থিত ছিলেন, প্রোগ্রাম ম্যানেজার মুরাদ হোসেন, সাদ মাহাম্মুদ, ফাইমা খাতুন, কাজল রেখা প্রমুখ।