হয়রানী এবং ক্ষতিগ্রস্থ করার উদ্দেশ্যে আসামিদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করায় বাদী আইয়ুব আলীর বিরুদ্ধে মামলা দায়েরের নির্দেশ দিয়েছেন মেহেরপুরের একটি আদালত।
মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) গাংনী আমলি আদালতের সিনিয়ার ম্যাজিস্ট্রেট এস এম শরিয়ত উল্লাহ্ এই আদেশ প্রদান করেন। আগামী ২৪ ঘন্টার মধ্যে গাংনী থানার ওসিকে এফআইআরের নির্দেশ দেওয়া হয়।
আদালত সূত্রে জানা যায়, গাংনীর বাঁশ বাড়িয়ার মোঃ আইয়ুব আলী বাদী হয়ে গত ২৭/০৩/২০২২ তারিখে আসামি খলিলুর সহ পাঁচ জনের বিরুদ্ধে প্রতারেনা, অর্থ আত্মসাৎ, জালিয়াতি এবং প্রাণ নাশের হুমকির অভিযোগে সি,আর ১৮২/২২নং মামলা দায়ের করেন। ইতিপূর্বে একই বর্ণনায় ০৯/১০/২০২০ তারিখে সি, আর ২৩০/২০নং মামলা করেন। উভয় মামলায় আদালত তদন্তের নির্দেশ দেন এবং ঘটনার সত্যতা নেই মর্মে তদন্তকারী কর্মকর্তা প্রতিবেদন দাখিল করেন। মামলাটি বিবাদীকে ক্ষতিগ্রস্ত করার উদ্দেশ্যে দায়েরকৃত বলেও তদন্তে উল্লেখ করা হয় ।