মেহেরপুরে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধকালীন সময়ের অবিস্ফোরিত কামানের একটি গোলা উদ্ধার উদ্ধার করা হয়েছে। মেহেরপুর সদর উপজেলার কালাচাঁদপুর গ্রাম থেকে কামানের অবিস্ফোরিত এই গোলাটি উদ্ধার করেন পুলিশ।
আজ রবিবার (২৫ আগস্ট) দুপুরের দিকে মেহেরপুর শহরের কালাচাঁদপুর গ্রাম দিয়ে প্রবাহিত ভৈরব নদী তীরের মাটি খনন কালে এটি পাওয়া যায়। খবর পেয়ে সদর থানা পুলিশ গোলাটি উদ্ধার করে এসময় সেনাবাহিনীর একটি টিম সেখানে উপস্থিত ছিলেন।
মেহেরপুর পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সার্কেল আব্দুল করিম এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, কালাচাঁদপুর গ্রামে ভৈরব নদের তীরে মাটি অপসারণের লক্ষ্যে খনন কাজ করছিলেন শ্রমিকরা। মাটি খননের সময় কামানের গোলাটি মাটির ভিতর থেকে বের হয়ে যায়।। পরে শ্রমিকরা মেহেরপুর সদর থানা পুলিশকে খবর দিলে ঘটনাস্থল থেকে কামানের গোলাটি উদ্ধার করে সদর থানা হেফাজতে নেন পুলিশ।
তিনি জানান, যুদ্ধক্ষেত্রে ব্যবহৃত কামানের গোলা হিসেবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। মুক্তিযুদ্ধে ব্যবহার করা হলেও তা বিস্ফোরিত হয়নি বলে মনে করছেন পুলিশের এই কর্তাব্যক্তি। আদালতের অনুমতি সাপেক্ষে বোমা ডিস্পোজাল ইউনিটের মাধ্যমে নিষিক্রয় করার প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।
স্থানীয়রা জানান, ১৯৭১ সালে এই এলাকায় বেশ কিছু গোলাবারুদ বিস্ফোরিত হয়। মনে হচ্ছে ওই সময়ে এই সময় থেকে কামানের এই গোলাটি অবিস্ফোরিত অবস্থায় মাটির নিচে পড়ে আছে।