মেহেরপুর সদর উপজেলায় মুক্তিযোদ্ধা যাচাই বাছাইয়ে অনিয়মের অভিযোগ তুলে ভুয়া মুক্তিযোদ্ধা বন্ধের দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেছে বীর মুক্তিযোদ্ধারা। মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করা হয়।
বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন আঃ মালেকের নেতৃত্বে মুক্তিযোদ্ধারা এ স্মারকলিপি প্রদান করেন। জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান স্মারকলিপি গ্রহণ করেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।
এসময় বীর মুক্তিযোদ্ধা প্রকৌশলী মোঃ নুরুল ইসলাম, উমেদীন আলী, মোঃ আব্দুস ছালাম, মোঃ বরকত আলী, মোঃ সিরাজুল ইসলাম, মোঃ বদরুল আলম, জিল্লুর রহমান, হায়দার আলী, কদম আলী উপস্থিত ছিলেন।
স্মারকলিপিতে মুক্তিযোদ্ধারা জানান, জামুকা কর্তৃক প্রদত্ত অন-লাইনে আবেদনকারীদের তালিকাভুক্ত মেহেরপুর সদর উপজেলায় ৪৮৯ জনের যাচাই-বাছাই এর কাজ ইতোমধ্যে তথাকথিত বিতর্কিত কমিটির মাধ্যমে সম্পন্ন করা হয়েছে। যদিও এখন পর্যন্ত চুড়ান্ত তালিকা প্রকাশিত হয়নি। আমরা জানতে পেরেছি জামুকা কর্তৃক প্রদত্ত জিডি নম্বরসহ তালিকা বহির্ভূত কয়েকজন ব্যক্তিকে এমনকি রাজাকারের সন্তানসহ তাদেরকে মুক্তিযোদ্ধা বানানোর জন্য জামুকা কর্তৃক ২০১৭ সালের বিধি-বিধান/নিয়মনীতি উপেক্ষা করে সাক্ষাৎকার নেওয়া হয়েছে। এমনকি সাক্ষাৎকারকারীগণ অরিজিনাল সনদ না দেখিয়ে নকল ফটোকপি প্রদর্শন করেছেন। আমরা এর নিন্দা জ্ঞাপন করছি এবং তীব্র প্রতিবাদ জানাচ্ছি। সাথে সাথে জামুকা কর্তৃক প্রদত্ত জিডি নম্বর সহ তালিকা বহির্ভূত ব্যক্তিদের কে মুক্তিযোদ্ধা বানানোর অপচেষ্টা বন্ধ করার জোর দাবি জানাচ্ছি।