মেহেরপুর সদর উপজেলা আমদাহ গ্রামের আতিরুল ইসলামের ছেলে মিয়ারুল ইসলামের মুদি দোকান পুড়ে নগদ অর্থসহ দেড়লক্ষ টাকার ক্ষয়ক্ষতি।
বৃহস্পতিবার ভোর রাতে এই ঘটনা ঘটে, মুদি দোকানদার মিয়ারুল ইসলাম জানান, প্রতিদিনের মতোই গতরাতে দোকান বন্ধ করে ঘুমাতে চলে যায়। গভীর রাতে হঠাৎ ঘুম ভেঙ্গে দেখি দোকানে আগুন জলছে। গ্রামবাসীদের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা গেলেও ততখনে সব পুড়ে শেষ হয়ে যায়।
তিনি বলেন, নগদ টাকাসহ আগুনে পুড়ে আমার দোকানের একটি ফ্রিজ, ফ্যানসহ সকল মালামাল ও অন্তত আড়াই লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে জানান তিনি।
তিনি আরও বলেন, বিভিন্ন এনজিওর মাধ্যমে টাকা নিয়ে দোকানটা দাড় করিয়েছিলাম এই অগ্নি পাতের কারণে আমি এখন সর্বহারা হয়ে গেছি।
এই বিষয়ে মেহেরপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জাহিদুল ইসলাম মেহেরপুর প্রতিদিনকে জানান, ৯৯৯ এ আমাদের কাছে একটি সংবাদ আসে। এবং সেই সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে পৌঁছানোর আগেই আগুন নিয়ন্ত্রণে আনে এলাকাবাসী। বিদ্যুৎ শর্ট সার্কিটে আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।