অজানা অচেনা মানুষের জীবন বাঁচাতে নীরবে-নিভৃতে নিজেদের রক্ত দান করে স্বেচ্ছায় রক্তদাতারা যে মহৎ কাজ করছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রদর্শন ও সাধারণ মানুষকে রক্তদানে আগ্রহী করে তোলাই বিশ্ব রক্তদাতা দিবসের মূল উদ্দেশ্য।
আজ মঙ্গলবার সকাল ১১ টায় একজন ক্যান্সার আক্রান্ত রোগীর জন্য রক্তদানের মাধ্যমে দিবসটির সূচনা করলো “আজকের ভালো কাজ” সংগঠন। রক্তদান করলেন নিয়মিত রক্তদাতা মোঃ রাজন ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন সংগঠনটির সভাপতি আফসানা বিশ্বাস তিথি, সহ-সভাপতি হাসানুজ্জামান, সাধারণ সম্পাদক আল-ইকরাম সোহাগ, যুগ্ম সম্পাদক নাসিমুল জুনায়েদ ও কোষাধক্ষ্য সালেহীন সাহেদ ।
আফসানা বিশ্বাস তিথি বলেন, বিশ্ব রক্তদাতা দিবস আজ । স্বেচ্ছায়, বিনামূল্যে নিজের শরীরের রক্তদান করার মতো অকুতোভয় বীরদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করাই আমাদের মূল উদ্দেশ্য। এথেকে সাধারণ মানুষের মাঝেও যেন অভয় কাজ করে এবং রক্তদানে উৎসাহী হয়। রক্তদাতা রাজন ইসলাম বলেন, রক্তদানের মতো মহৎ কাজে নিজেকে উৎসর্গ করতে পেরে ভালো লাগছে। প্রত্যেক সুস্থ মানুষেরই উচিত নিয়মিত রক্তদান করে অসুস্থ মানুষের পাশে দাঁড়ানো।
“আজকের ভালো কাজ” সংগঠনটি ২০১৬ সাল থেকে মেহেরপুর জেলায় রক্তদান ও বৃক্ষরোপণসহ অন্যান্য সামাজিক কার্যক্রম চালিয়ে আসছে।