মেহেরপুর বড়বাজারের নীলমনি হলপাড়ায় “রাকিব এন্টারপ্রাইজ” এর উদ্বোধন করা হয়েছে। বুধবার (১২ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে এ উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
রাকিব এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী প্রোঃ শেখ মেহেদী হাসান (রাকিব), গোলাম মুর্শীদ চন্দন ও মেহেরপুর বড়বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি মনিরুজ্জামান দিপু ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠানের উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন মেহেরপুর বড়বাজার ব্যবসায়ী কমিটির প্রচার সম্পাদক সাইদুর রহমান সাইদ, গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক মাকসুদুর রহমান রুমন, ব্যবসায়ী কমিটির সদস্য মিল্টন জব্বার, হামিদুল ইসলাম, জয়নালসহ অনেকে। এছাড়া অনুষ্ঠানে মেহেরপুর গড় মসজিদের ইমাম মুফতি বায়জিদ হোসেন দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে ব্যবসায়ী নেতারা নতুন এ উদ্যোগের সফলতা কামনা করেন এবং ব্যবসায়িক সম্প্রসারণে একে ইতিবাচক সংযোজন হিসেবে অভিহিত করেন।