মেহেরপুরের যুব উদ্যোক্তা এস এম রাসেল এর উদ্যোগে বঙ্গবন্ধু সাধারণ জ্ঞান কুইজ যোগিতা আয়োজন করা হয়েছে। শুক্রবার সকাল ১০টায় মেহেরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও কলেজে এই কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এই কুইজ পরীক্ষায় অংশগ্রহণ করে রশ্মি কম্পিউটার এবং ট্রেনিং সেন্টারের ৬০ জন ছাত্র-ছাত্রী। পরিদর্শক হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান হিরন ও গণমাধ্যম কর্মী আতাউর রহমান এবং রশ্মি কম্পিউটার এবং ট্রেনিং সেন্টারের স্বত্বাধিকারী এস এম রাসেল।
অল্প কিছুদিনের মধ্যেই বিজয়ীদের নাম ঘোষণা করা হবে। এই কুইজ প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকারী কে ৫০০০ টাকা এবং দ্বিতীয় স্থান অধিকারী কে ১৫০০ টাকা পুরুষ্কার দেওয়া হবে। যারা মেধাতালিকায় প্রথম হবে তাদেরকে কম্পিউটার থেকে শুরু করে বিভিন্ন পুরস্কার দিয়ে সপ্তম স্থান অধিকারী পর্যন্ত পুরস্কৃত করা হবে।
এস এম রাসেল বলেন, স্বাধীনতার সঠিক ইতিহাস ও বঙ্গবন্ধু কে সবার মাঝে তুলে ধরার জন্যই আমার এই ছোট্ট আয়োজন। মেহেরপুর জেলার সর্বোচ্চ সম্মানিত ব্যক্তিবর্গদের মাধ্যমে পুরস্কার বিজয়ীদের হাতে তুলে দেওয়া হবে।