মেহেরপুর সদর টিবি ক্লিনিকের সামনে অবৈধভাবে সরকারি জমি দখল করে ঘর নির্মাণ কাজ বন্ধ করে দিয়েছে পৌর মেয়র মাহাফুজুর রহমান রিটন।
রবিবার দুপুরে পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন ঘটনাস্থলে গিয়ে এ কাজ বন্ধ করে পৌরসভায় দেখা করার নির্দেশ দেন।
এসময় তিনি বলেন স্যানিটারি ল্যান্ডফিল ও পয়ঃবর্জ্য পরিশোধনাগারে বৃক্ষরোপণ কর্মসূচি পালন শেষ করে পৌর সভার দিকে যখন রহনা দিয় তখন চোখে পড়ে মেহেরপুর টিবি ক্লিনিকের সামনে প্রধান সড়কের পাশেই, বেড়া নয়, টিন নয়, একে বারে ইটের গাথনি দিয়ে গড়ে তুলছে ঘর।
বিষয়টি উপস্থিত মিস্ত্রিদের কে বলে আসা হয় ঘর মালিক যেনো পৌর সভায় বিষয় টি নিয়ে কথা বলে আসে, আর বলা হয় যদি আর একটাও ইটের গাথনী গাথা হয় তবে দশ লক্ষ টা জরিমান করা হবে।