মেহেরপুরে রেড ক্রিসেন্ট সোসাইটির ৫১ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। মেহেরপুর ইউনিট রেড ক্রিসেন্ট সোসাইটির আয়োজনে শনিবার (২ ডিসেম্বর) সকাল ১১ টার দিকে মেহেরপুর জেলা পরিষদের সভা কক্ষে এ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
জেলা পরিষদের চেয়ারম্যান ও মেহেরপুর ইউনিট রেড ক্রিসেন্ট সোসাইটির সভাপতি আব্দুস সালামের সভাপতিত্বে বার্ষিক সাধারণ সভায় রেড ক্রিসেন্ট সোসাইটির ভাইস-চেয়ারম্যান এ্যাড. ইয়ারুল ইসলাম, সাধারণ সম্পাদক খন্দকার একরামুল হক, সদস্য এ্যাড. এ কে এম শফিকুল আলম, এ্যাড. খন্দকার আব্দুল মতিন, শামীম আরা হারী, কে এম ফজলুল করিম, মোঃ সাজ্জাদুল, যুবনেতা খন্দকার শামসুজোহা সোহাগ
প্রমুখ উপস্থিত ছিলেন।
বার্ষিক সাধারণ সভার পরে বাংলাদেশ রেড ক্রিসেন্ট মেহেরপুর ইউনিটের ত্রৈ-বার্ষিক নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়।