মেহেরপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে গেছে লেদ মেশিনের একটি কারখানা। এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে ওই লেদ মেশিনের মালিকের। এসময় একটি ট্রাক্টর পুড়ে ভস্মীভূত হয়েছে।
আজ শুক্রবার (২০ সেপ্টেম্বর) সকালের দিকে মেহেরপুর সদর উপজেলার বামনপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।
কারখানা মালিক সদর উপজেলার আমদহ গ্রামের সানোয়ার হোসেন জানান, বামনপাড়ার মোড়ে আমার লেদ মেশিনের কারখানা। প্রতিদিনের মতো কাজ সেরে বৃহস্পতিবার রাতে বাড়ি চলে যাই।
সকাল নয়টার দিকে হঠাৎ করে সেখানে আগুন লাগে। আগুনে লেদ মেশিনের ভিতর রাখা একটি ট্রাক্টরসহ অন্যান্য জিনিস পুড়ে যায়। খবর পেয়ে মেহেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
এই ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে লেদ মালিক সানোয়ার জানান।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা জানান, গ্যাসের কোন লিকেজ অথবা বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে। তারা জানান,লেদ মেশিনের কারখানায় অগ্নি নির্বাপক ব্যবস্থা রাখার কথা থাকলেও বারবার বলা সত্ত্বেও এখানে অগ্নি নির্বাপনে কোনো ব্যবস্থা রাখা হয়নি। অগ্নি নির্বাপক ব্যবস্থা থাকলে ক্ষতির সম্ভাবনা কম হতো বলে ফায়ার সার্ভিসের কর্মকর্তা জানান।