গতকাল মঙ্গলবার সকালে মেহেরপুর জেলা প্রশাসক কার্যালয় চত্বরে শক্তি ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করা হয়।
শক্তি ফাউন্ডেশন প্রতিষ্ঠার ৩১ বছর পদার্পণ উপলক্ষে দেশের ৫৫ টি জেলা প্রশাসক কার্যালয় চত্বরে ৫০টি করে গাছ লাগানোর পরিকল্পনা গ্রহণ করে।
উক্ত পরিকল্পনা অংশ হিসেবে মেহেরপুর জেলা প্রশাসক কার্যালয় চত্বরে গাছ লাগানোর মধ্য দিয়ে সবুজায়ন কার্যক্রমের উদ্যোগ নেওয়া হয়।
শক্তি ফাউন্ডেশনের ৩১ বছর পদার্পণ উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) লিংকন বিশ্বাস, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট গোলাম রাব্বানী সোহেল, শক্তি ফাউন্ডেশনের প্রধান কার্যালয় থেকে লিপি রানী সাহা, মেহেরপুরের এরিয়া সুপারভাইজার মোঃ আলমগীর কবীর এবং শাখা ব্যবস্থাপক শিমুল মিয়া সহ বিভিন্ন সহকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
শক্তি ফাউন্ডেশনের লিপি রানী সাহা বলেন শক্তি ফাউন্ডেশনের ৩১ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাংলাদেশের ৫৫টি জেলায় বিভিন্ন রকমের বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নিয়েছে। ইতিমধ্যে ৩৭ টি জেলায় এই বৃক্ষরোপণ কার্যক্রম শেষ হয়েছে এবং বাকি গুলো পর্যায়ক্রমে পরিচালিত হবে।
তিনি আরো বলেন বর্তমানে আমাদের দেশে জলবায়ুর যে প্রভাব পড়ছে এই প্রভাব প্রতিরোধে এবং প্রতিকারের লক্ষ্যে শক্তি ফাউন্ডেশনের এই উদ্যোগ গ্রহণ।