মেহেরপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত ইংরেজী শিক্ষক আকরামুল হক (৮৭) বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) ।
তিনি আজ রবিবার সকালে মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নি:শ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি ৩ ছেলে, ২ মেয়ে, ছাত্র ও বহু গুনাগ্রাহী রেখে গেছেন।
উল্লেখ্য, শিক্ষক আকরামুল হক ১৯৯৪ সালের মেহেরপুর সরকারি বালক বিদ্যালয়ের ইংরেজী শিক্ষক হিসেবেই অবসর নেন। আজ বাদ মাগরিব সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা শেষে কলেজ মোড় পৌর কবরস্থানে তাকে দাফন করা হবে।