“শিশু ও নারী উন্নয়নে সচেতনতা মূলক যোগাযোগ কার্যক্রম (৫ম পর্যায়)” এপ্রিল- জুন, ২০২১ শীর্ষক প্রকল্পের আওতায় নেতৃস্থানীয় ব্যক্তিবর্গের সমন্বয়ে ৫ দিনব্যাপী ওরিয়েন্টেশন কর্মশালা শেষ হয়েছে।
আজ বুধবার বিকেলে যুব উন্নয়ন অধিদপ্তরের সম্মেলন কক্ষে ওরিয়েন্টেশন কর্মশালা সমাপনি অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুদুল আলম। জেলা তথ্য অফিস আয়োজিত সমাপনী অনুষ্ঠানে যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক কে এম জাহিদ হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ও রিসোর্স পারসন হিসেবে বক্তব্য রাখেন- শিশু বিষয়ক জুনিয়র কনসালটেন্ট ডা. হাবিবুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন তথ্য অফিসার আব্দুল্লাহ আল মামুন। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন – প্রশিক্ষণার্থী সাইফুল ইসলাম ও আলেমা সুলতানা।
প্রধান অতিথির বক্তব্যে সদর উপজেলা নির্বাহী অফিসার মো. মাসুদুল আলম বলেন- চাকরির পিছনে না ছুটে প্রশিক্ষণ নিয়ে উদ্যোক্তা হন। তাহলে নিজেই কর্মসংস্থান তৈরি করতে পারবেন। আমাদের সবচেয়ে বড় সমস্যা প্রশিক্ষণ নিয়ে যেটা শিখি সেটা অন্যের সাথে শেয়ার করি না। প্রশিক্ষণ নিয়ে নিজেরা উদ্যোক্তা হয়ে অন্যদের উৎসাহিত করতে হবে।
উন্নত দেশ গড়তে হলে দূর্নীতি মুক্ত হতে হবে। কিছু কিছু প্রশিক্ষণার্থী বৃক্ষ রোপন, মাছ চাষ সব জায়গায় প্রশিক্ষণ নিতে দেখা যায়। দেশের উন্নয়ন করতে হলে আয় রোজগার করতে হবে। শুধু নিজের আয় বেশি থাকলেই দেশ উন্নয়ন হবে না। সমাজের তথা দেশের উন্নয়ন করতে হলে ব্যক্তি উন্নয়ন করতে হবে। চিত্ত বিনোদনের অভাবে আমাদের দেশের যুব সমাজ মাদকের মধ্যে ডুবে যাচ্ছে। ৪০ জন প্রশিক্ষনার্থী ওরিয়েন্টেশন কর্মশালায় অংশ গ্রহন করে।