গতকাল বৃহস্পতিবার বিকালে মেহেরপুর শহরে এক সড়ক দুর্ঘটনায় এম এ হাসান সুমন আহত হয়েছেন। এমএ হাসান সুমন মুজিবনগর খবর ডট কম এর উপদেষ্টা সম্পাদক এবং এসএসসি ব্যাচ ৯৩ এর সদস্য। আহত সুমনের পায়ে রাতে অস্ত্রোপচার করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে কোর্ট মোড় এলাকা থেকে সাংবাদিক এম এ হাসান সুমন রিক্সা যোগে বাড়ি যাওয়ার পথে প্রধান সড়কের মহিলা কলেজ মোড়ে পিছন থেকে একটি দ্রুতগামী মোটরসাইকেল রিকশাটিকে ধাক্কা দেয়। এতে সুমন রিকশা থেকে পড়ে যায় এবং রিকশাটি পরবর্তীতে তার পায়ে পড়লে সুমনের বামপায়ের রগ কেটে যায়। চিকিৎসক রাতেই তার পায়ে অস্ত্রোপচার করেছেন।