সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় মেহেরপুর জেলাতে ৬১১৪ জন পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ছিলেন ১৭৪৮। যা শতকরা হিসেবে ২৮.৫ শতাংশ।
আজ শুক্রবার মেহেরপুরের ১০টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। কেন্দ্রগুলো হলো- মেহেরপুর সরকারি কলেজ , মেহেরপুর সরকারি মহিলা কলেজ, মেহেরপুর সরকারি উচ্চ বিদ্যালয়, মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, মেহেরপুর সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ, ছহি উদ্দীন ডিগ্রী কলেজ, মেহেরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় এন্ড বিএম কলেজ, মেহেরপুর দারুল উলুম আহমাদিয়া মাদ্রাসা, কবি নজরুল শিক্ষা মঞ্জিল ও জিনিয়াস ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ।
মেহেরপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভূপেন রঞ্জন রায় বলেছেন, পরীক্ষা সুষ্ঠভাবে সম্পন্ন হয়েছে। ৬১১৪ জন পরীক্ষার্থীর মধ্যে ১৭৪৮ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন এবং ক্রুটিযুক্ত কারণে একজনের বাতিল করা হয়েছে।
তিনি আরো বলেন, পরীক্ষা সুষ্ঠভাবে পরিচালনার লক্ষ্যে জেলা শহরের সবগুলো ফটোকপিয়ারের দোকান বন্ধ রাখার নির্দেশনা ছিলো। প্রবেশপত্র ছাড়া পরীক্ষা কেন্দ্রে কোনো পরীক্ষার্থী বই, খাতা, ক্যালকুলেটর, ইলেকট্রনিক ডিভাইস, ইলেকট্রনিক ঘড়ি, উত্তরপত্র, নোট বা কোনো কাগজ, ভ্যানেটি ব্যাগ, পার্স, মোবাইল ফোন বা কোনো ধরণের বস্তু নিয়ে প্রবেশ করতে দেওয়া হয়নি। কেন্দ্রের ১০০ গজের মধ্যে ১৪৪ ধারা জারি ছিলো।