বর্তমান করোনা পরিস্থিতিতে মানবেতর জীবনযাপন করছেন সমাজের নিম্ন এবং নিম্নমধ্যবিত্ত পরিবারের সদস্যরা। অনাহারে কাটছে অনেক মানুষের জীবন। সমাজের মানুষদের এই অসহায়ত্ব পাশে দাড়িয়েছেন মেহেরপুরের মুখার্জি পাড়ার সাব্বির আহমেদ।
শনিবার সকাল ১০ টায় মেহেরপুরের থানা চত্বর এলাকায় সবজি বিতরণ করেন।
তিনি বলেন, বিগত ৫০ দিন যাবৎ খাদ্য সামগ্রী বিতরণের কাজ করছি। টিউশনির টাকা থেকে শুরু হলেও বর্তমানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক,আত্মীয়-স্বজন এবং মেসডা নামক সংগঠনের সহযোগিতায় অসহায় মানুষদের মাঝে খাদ্য সামগ্রী পৌঁছিয়ে দিয়ে কাজ করে যাচ্ছি।
সাব্বিরের নেওয়া উদ্যোগের মধ্যে রয়েছে মানবতার দেয়ালের আদলে খাদ্য সামগ্রীর ফ্রি দোকান, ইদ উপহার, ইফতার সামগ্রী, বাড়ি বাড়ি খাদ্য সামগ্রী, সবজি যাবে আপনার বাড়ি, প্রয়োজনীয় ঔষধ, মাস্ক বিতরণ, সচেতনতামূলক লিফলেট বিতরণ, জীবাণুনাশক ব্লিচিং পাউডার স্প্রে সহ আরো অনেক কার্যক্রম। জানা যায়, মানুষের সহযোগিতা অব্যাহত থাকলে তাদের এইসব কার্যক্রম অব্যাহত থাকবে।
স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করছে নাঈম, রাব্বি, আকাশ, বর্ষা, নান্নু, পিয়াস, বন্না, তানভীর, আকাশ সহ অনেকে।