বাংলাদেশ স্কাউটস’র উদ্যোগে মেহেরপুর সদর উপজেলার শাখা স্কাউটসের ত্রৈ-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে মেহেরপুর টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুল আলমের সভাপতিত্বে উপজেলা পর্যায়ে স্কাউটস ত্রৈ-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে।
এসময় ১৬ সদস্য বিশিষ্ট কমিটির নাম ঘোষণা করা হয়।
কাউন্সিলরদের মধ্যে নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক হলেন, বাবলু। সহ-সভাপতি উজুলপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইদ্রিস আলী, জাদুখালি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান, দরবেশপুর মাদ্রাসার সুপার শামসুল ইসলাম, শালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল ইসলাম, আলমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক কোমর উদ্দিন।
কোষাধ্যক্ষ মেহেরপুর পৌর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুলগনি, যুগ্ম সম্পাদক আশরাফপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইয়াসনবী, কমিশনার রঘুনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহিদুল ইসলাম।
গ্রুপ সভাপতি আশরাফপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাহাজ উদ্দিন, আর আর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুজ্জামান, বন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু লায়েচ লাভলু, টেংরামারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহিদুল ইসলাম।
অডিটর নির্বাচিত হন গোপালপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাসেম, শহীদ সালাম বরকত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আলমগীর, গোভীপুর দাখিল মাদ্রাসা সুপার রমজান আলী।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আনোয়ার হোসেন, সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার জয়নুদ্দিন, মেহেরপুর সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের ইন্সট্রাক্টর সৈয়দ ফরিদ আহমেদ প্রমুখ।