স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এর আওতায় মেহেরপুর ও চুয়াডাঙ্গা জেলায় গুরুত্বপূর্ণ পল্লী অবকাঠামো উন্নয়নের লক্ষ্যে প্রকল্প প্রণয়নের জন্য সম্ভাব্যতা জরিপ শীর্ষক প্রকল্প, মেহেরপুর জেলায় বাস্তবায়নযোগ্য ব্রিজ-কালভার্ট সড়ক ও হাট বাজার উন্নয়নে ভূমির সংগ্রহ পরিবেশগত ও সামাজিক প্রভাব মূল্যায়ন বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে এলজিইডি মেহেরপুরের কামরুল ইসলাম সিদ্দিক মিলনায়তনে জেলা এলজিইডি নির্বাহী প্রকৌশলী খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সিভিল সিআরপিএস এর আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মেহেরপুর এলজিইডি এর নির্বাহী প্রকৌশলী মোঃ সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সিফাত মেহনাজ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. হামিদুল বারী, সহকারী কমিশনার (ভূমি) গাজী মূয়ীদুর রহমান, সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (নেজারত শাখা, ট্রেজারি শাখা, ত্রাণ ও পুনর্বাসন শাখা ) মোঃ সাজেদুল ইসলাম, মুজিবনগর উপজেলা উপ-সহকারী প্রকৌশলী মোঃ সিহান হোসেন উপস্থিত ছিলেন।