বাংলাদেশ পুজা উৎযাপন পরিষদ ও হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ মেহেরপুর জেলার শাখার নেতৃবৃন্দের সাথে জেলা বিএনপির নবগঠিত আহবায়ক কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (২৬ডিসেম্বর )বিকালে জেলা বিএনপির কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
জেলা হিন্দু বৌদ্ধ ও খ্রিষ্টান ঐক্য পরিষদের আহবায়ক মাধবচন্দ্র ভাস্করের সভাপতিত্বে এবং পুজা উৎায়াপন পরিষদের সদস্যসচিব ডঃ অশোক চন্দ্র বিশ্বাসের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক জাভেদ মাসুদ মিল্টন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্যসচিব এ্যাডঃ কামরুল ইসলাম, যুগ্ম আহবায়ক আমিরুল ইসলাম, যুগ্ম আহবায়ক ফয়েজ মোহাম্মদ ও জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আলমগীর খান ছাতু।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা পুজা উৎযাপন পরিষদের আহবায়ক সনজিৎ পাল বাপ্পি , জেলা হিন্দু,বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদের সদস্যসচিব সুব্রত সাহা বাপ্পা, ঐক্য পরিষদের উপজেলা সভাপতি বাসরী মোহন দাস, উপজেলা শাখার সাধারণ সম্পাদক রবীন্দ্রনাথ ভট্রাচার্য, পৌর পুজা উৎযাপন পরিষদের সহসভাপতি বিজয় দাস, পুজা উৎযাপব পরিষদের সাধারণ সম্পাদক তরুন কুমার বিশ্বাস,পুজা উৎযাপন পরিষদের যুগ্ম সম্পাদক অপুর্ব কুমার বিশ্বাস, যুগ্ম সম্পাদক শিপন কুমার বিশ্বাসসহ হিন্দু, বৌদ্ধ,ও খ্রিষ্টান, ঐক্যপরিষদের,নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।