পৃথক দুটি অভিযানে ৬ গ্রাম হেরোইন ও ২০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ ৪ মাদক কারবারী গ্রেফতার করেছে মেহেরপুর সদর থানা ও জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গ্রেফতারকৃতরা হলেন, মেহেরপুর সদর উপজেলার গোভীপুর গ্রামের সবজিপাড়া এলাকার কলিম উদ্দিনের ছেলে ফরিদ উদ্দিন (৪৫), উসমান আলীর ছেলে নাজির উদ্দিন (৪০), গাংনী উপজেলার শিশিরপাড়া গ্রামের আব্দুল মান্নানের ছেলে হিরোক (৪৩) ও বাঁশবাড়িয়া গ্রামের সিদ্দিক আলীর ছেলে আলমগীর হোসেন (৩৬)।
মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কনি মিয়া জানান, আজ সোমবার (২৯ এপ্রিল) সকাল ১০ টার দিকে উপপরিদর্শক (এসআই) অর্জিনের নেতৃত্বে পুলিশের একটি টিম গোভীপুর গ্রামের ফরিদ উদ্দিনের বাড়িতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৬ গ্রাম হেরোইনসহ ফরিদ উদ্দিন ও নাজির উদ্দিনকে গ্রেফতার করেন। এই দুইজন এলাকার চিহৃিত মাদক কারবারী। তাদের বিরুদ্ধে হেরোইনসহ অন্যান্য মাদকের একাধিক মামলা রয়েছে। হেরোইন উদ্ধারের ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটা নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম জানান, আজ সোমবার (২৯ এপ্রিল) বেলা ১১ টার দিকে ডিবি পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে গাংনী উপজেলা জোড়পুকুরিয়া-ষোলটাকা রাস্তায় অভিযান চালিয়ে ২০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ হিরোক ও আলমগীর হোসেনকে আটক করা হয়েছে।
এই ঘটনায় গাংনী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে দুই মাদক কারবারীকে সোপর্দ করা হয়েছে।গ্রেফতারকৃতদের আজ বেলা ১২ টার দিকে আদালতের মাধ্যমে মেহেরপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।