মেহেরপুরে ৫০ গ্রাম হেরোইন রাখার অপরাধে কুতুব উদ্দীন (৫০) নামের একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। মঙ্গলবার দুপুরে জেলা জজ রিপতি কুমার বিশ্বাস এ রায় প্রদান করেন। আসামী কুতুব উদ্দীন মেহেরপুর সদর উপজেলার গোভিপুর দাখিল মাদ্রাসা পাড়ার মৃত খাদেম আলীর ছেলে।
রায় ঘোষণার পর আসামী কুতুব উদ্দীনকে মেহেরপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে। মামলায় রাষ্ট্র পক্ষের আইনজীবী ছিলেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর কাজী শহীদদুল হক ও আসামী পক্ষের আইনজীবী ছিলেন, রফিকুল ইসলাম।
মামলার বিবরণে জানা যায়, ২০১৩ সালের নিজ বাড়ি থেকে ৫০ গ্রাম হেরোইনসহ জেলা গোয়েন্দা পুলিশের হাতে আটক হয়। পরে মাদক নিয়ন্ত্রণ আইনে মেহেরপুর সদর থানায় একটি মামলা দায়ের করা হয়। যার নং -৩৭/১৩।