পৃথক তিনটি অভিযানে ১০ গ্রাম হেরোইন, ৭০ বোতল পরিত্যক্ত ভারতীয় ফেনসিডিল জব্দ ও দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে মেহেরপুর সদর থানা পুলিশ।
আটকরা হলেন, মেহেরপুর সদর উপজেলার হরিরামপুর গ্রামের বাবলু হোসেনের ছেলে তৈয়বুর রহমান(২২) ও বাজিতপুর গ্রামের আজিজুল হকের ছেলে আব্দুস সোবহান (৩৩)।
মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেখ কনি মিয়া এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, সদর থানার উপপরিদর্শক (এসআই) বিকাশের নেতৃত্বে পুলিশের একটি টিম আজ মঙ্গলবার (৩০ এপ্রিল) সকাল ১০ টার সময় বাজিতপুর গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১০ গ্রাম হেরোইনসহ আব্দুস সোবহানকে আটক করা হয়। এছাড়া ভোররাতের দিকে পুলিশের উপপরিদর্শক (এসআই) রেজাউল হকের নেতৃত্বে অপর একটি টিম সীমান্তবর্তি হরিরামপুর গ্রামের তৈয়বুর রহমানের বাড়িতে অভিযান চালিয়ে ১০ গ্রাম হেরোইনসহ তাকে আটক করেন। এছাড়া রাত ৪ টার দিকে এসআই সঞ্জিব কুমারের নেতৃত্বে, এএসআই শাকিল খানসহ সঙ্গীয় ফোর্স সীমান্তবর্তি ঝাঁঝাঁ হরিরামপুর মাঠের মধ্যে একটি দরগার সামনে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ৭০ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করে। এসময় ফেনসিডিলের মালিক হরিরামপুর গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে রিপন আলী পালিয়ে যায়। তাকে পলাতক দেখিয়ে মেহেরপুর সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
আটকদের আজ মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে মেহেরপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।