মেহেরপুরে ডিবির অভিযানে ১২ বোতল বিদেশি মদ সহ ২জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে ডিবি পুলিশ।
আজ বুধবার সকালে মেহেরপুরের কাঁথুলি বাসস্ট্যান্ড থেকে মহির উদ্দিন ও মাহফুজ নামের দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এ ছাড়াও বিদেশি মদ পাচারের সময় তাদের কাছে থাকা ইজিবাইকটি ডিবি পুলিশ তাদের হেফাজতে নেয়।
আটককৃত মহির উদ্দিন (৪০) মেহেরপুর পৌরসভার ৪নং ওয়ার্ড কালাচাঁদপুরের জাদুর ছেলে ও মাহফুজ (২১) একই এলাকার বাবর আলীর ছেলে।
মেহেরপুর ডিবি পুলিশের এস আই মহাসিনের নেতৃত্বে একটি চৌকষ দল মাদক ব্যবসায়ীদের আটক করে।