মেহেরপুরে নতুন করে ১৬ জন করোনা আক্রান্ত হয়েছেন। এর মধ্যে সদর উপজেলায় ৪ জন, গাংনীতে ৩ জন এবং মুজিবনগরে ৬ জন রয়েছেন। বাকি ৩ জন চুয়াডাঙ্গা দামুড়হুদা এলাকার (মেহেরপুরে করোনা পরীক্ষা করায় তাদের রির্পেোট যোগ হয়েছে)।
সোমবার রাতে মেহেরপুরের সিভিল সার্জন ডা. নাসির উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, আজ ৬৮টি রিপোর্টের ফলাফল এসেছে। এর মধ্যে এন্টিজেন টেষ্ট ১৬ টি, জীন এক্সপার্ট-১৫, আরটিপিসিআর-৩৭ টি এবং নতুন পজেটিভ-১৬ টি।
বর্তমানে মেহেরপুর জেলায় করোনা পজেটিভ এর সংখ্যা ৬৯ জন। তার মধ্যে সদরে ১৯ জন, গাংনীতে ২৮ জন এবং মুজিবনগরে ২৩ জন। এ পর্যন্ত মেহেরপুরে মারা গেছেন ২৩ জন। সদর-১০, গাংনী-১০ এবং মুজিবনগর- ৩ জন।
এসময় তিনি সবাইকে সামাজিক দূরত্ব, নিয়মিত সাবান-পানি দিয়ে হাত ধোবার অভ্যাস, মাস্ক ব্যবহার, জন সমাগম এড়িয়ে এবং হাঁচি-কাশির শিষ্ঠাচার ও স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানান।