মেহেরপুর সদর উপজেলার শালিকা গ্রামে অভিযান চালিয়ে ১৭০ বোতল ফেন্সিডিল সহ দুই সহোদরকে আটক করেছে পুলিশ।
গতকাল সোমবার দিবাগত রাত একটার দিকে মেহেরপুর সদর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাইফুল ইসলাম এর নেতৃত্বে পুলিশের একটি টিম দক্ষিন শালিকা গ্রামে এই অভিযান পরিচালনা করে। আটককৃতরা হলো সদর উপজেলার বুড়িপোতা ইউনিয়নের দক্ষিণ শালিকা গ্রামের মোঃ মনসুর আলীর ছেলে শুকুর আলী ও মকর আলী। আটকের সময় তাদের কাছ থেকে মাদক বিক্রির ২০ হাজার টাকা উদ্ধার করা হয়।
মেহেরপুর সদর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ‘ গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ শালিকা গ্রামের শ্যামলী পাড়ায় অভিযান চালিয়ে শুকুর আলী ও মকর আলীকে ১৭০ বোতল ফেন্সিডিল সহ আটক করা হয়েছে। তাদের কাছ থেকে উদ্ধার করা মাদকের বাজার মূল্য আনুমানিক ৩ লক্ষ ৪০ হাজার টাকা। সদর থানায় মাদক নিয়ন্ত্রণ আইনের তাদের নামে ১০ অক্টোবর একটি মামলা দায়ের করা হয়েছে, মামলা নম্বর ১৭। আসামিদেরকে আজ আদালতে সোপর্দ করা হবে। ‘
অতিরিক্ত পুলিশ সুপার মোঃ কামরুল আহসান বলেন, ‘মাদকের বিরুদ্ধে মেহেরপুর জেলা পুলিশ জিরো টলারেন্স রয়েছে। শুধু মাদক বিক্রেতা নয় এদের আশ্রয়দাতা সহ মূল ব্যবসায়ীদের তালিকা পুলিশের হাতে রয়েছে, উপযুক্ত তথ্য প্রমাণসহ খুব শীঘ্রই তাদের আটক করা হবে। ‘