মেহেরপুর শহর সংলগ্ন খন্দকারপাড়ায় জেলা কারাগারের পাশে অভিযান চালিয়ে ৬৫পিস ইয়াবাসহ আব্দুল আলিম বিশ্বাস নামের এক কারারক্ষীকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
মঙ্গলবার সন্ধা ৬ টার দিকে ডিবি পুলিশের ওসি জুলফিকার আলীর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করেন।
আটক আব্দুল আলিম বিশ্বাস মেহেরপুর জেলা কারাগারের কারারক্ষী হিসেবে কর্মরত রয়েছেন, তাঁর আইডি নাম্বার ৪১৯১১। তিনি কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলা হাসপাতাল পাড়ার তজির উদ্দিন বিশ্বাসের ছেলে।
অভিযানে আরও উপস্থিত ছিলেন ডিবি পুলিশের এস আই অজয় কুমার কুন্ডু, এ এস আই জসিম, মাহাতাবসহ ডিবি পুলিশের কয়কজন সদস্য।
ওসি জুলফিকার আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে মেহেরপুর খন্দকারপাড়ায় ইয়াসিন আলীর মালিকানাধীন একটি বাড়ি থেকে ৬৫ পিচ ইয়াবাসহ আব্দুল আলিম বিশ্বাস নামের এক কারারক্ষীকে আটক করা হয়েছে। আটক আব্দুল আলিম বিশ্বাস ওই বাড়িতে ভাড়ায় থাকেন। তিনি মেহেরপুর জেলা কারাগারের কারারক্ষী হিসেবে কর্মরত আছেন।
ওসি আরও জানান, আব্দুল আলিম বিশ্বাস এর আগেও নড়াইলে কারারক্ষীর দায়িত্ব পালন করার সময় দায়িত্বে অবহেলার কারনে ৭ মাস সাময়িক বরখাস্ত ছিল।
মেহেরপুর জেলা কারাগারের জেলার শরিফুল আলম জানান, আগামিকাল কারাগারে আসলে তাঁকে সাময়িক বরখাস্ত করা হবে এবং বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।