দেশের স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয় পর্যায়ে প্রচলিত সহশিক্ষা কার্যক্রমের মধ্যে বিতর্ক অন্যতম। বাগ্মিতা, চিন্তনদক্ষতা ও যুগের সঙ্গে অতি প্রাসঙ্গিক গুণগুলোর ব্যাপারে শিক্ষা ও চর্চা হয় এর মাধ্যমে।
প্রাথমিক শিক্ষার মান উন্নয়নের পাশাপাশি মাধ্যমিক পর্যায়ে স্বল্প পরিষরে কার্যক্রম শুরু করেছে সরকারের উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠান মানব উন্নয়ন কেন্দ্র (মউক)।
এরই প্রেক্ষিতে আজ বৃহস্পতিবার (২৪ অক্টোবর) মেহেরপুর সদর উপজেলার সাহেবপুর মাধ্যমিক বিদ্যালয়ে শিশুবিবাহ নিয়ে এক বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়।
গণসাক্ষরতা অভিযানের সহযোগিতায় মানব উন্নয়ন কেন্দ্র (মউক) এই অনুষ্ঠানের আয়োজন করে। সাহেবপুর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো: মোস্তাক আহাম্মদের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন জেলা প্রোগ্রাম ম্যানেজার সাদ আহাম্মদ।
সহকারি প্রোগ্রাম অফিসার আশিক বিল্লাহ উপস্থাপনায় আরো বক্তব্য রাখেন শিক্ষক মিনারুল ইসলাম, মীর শফিকুল ইসলাম, প্রোগ্রাম ম্যানেজার কাজল রেখা এবং মো: আবু তালেব।
বিতর্কে বিবাহ আইন, বাল্যবিয়ের কুফল, আইনগত তথ্য, দেনমহর, রেজিষ্টেশন সহ শিশুবিবাহের বিভিন্ন তথ্য তুলে ধরে শিক্ষার্থীরা বক্তব্য উপস্থাপনা করে।