শিশুদের বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশ তৈরি ও তাদের মনকে আরও প্রফুল্ল করতে বিভিন্ন বিদ্যালয়ে চলছে শিশুবরণ অনুষ্ঠান।
এরই অংশ হিসেবে বুধবার সকাল ১০টার দিকে গবেষণাধর্মী শিক্ষাপ্রতিষ্ঠান তৃণমূল মডেল একাডেমীর আমঝুপি শাখায় ২০২৫ শিক্ষাবর্ষে ভর্তিকৃত শিশুদের বরণ উপলক্ষে শিশুবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মানব উন্নয়ন কেন্দ্র (মউক) গণসাক্ষরতা অভিযানের সহায়তায় এই অনুষ্ঠানের আয়োজন করে।
বিদ্যালয়ের এস.এম.সি কমিটির সভাপতি মো. আক্তার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একাডেমীর ম্যানেজিং ডাইরেক্টর ও মউকের নির্বাহী প্রধান জনাব আশাদুজ্জামান সেলিম।
স্বাগত বক্তব্য রাখেন একাডেমীর সহকারী শিক্ষক মো. আজিজ ইসলাম। এছাড়া বক্তব্য দেন মউকের সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার মুরাদ হোসেন ও প্রোগ্রাম ম্যানেজার কাজল রেখা।
অনুষ্ঠানে ২০২৫ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া নতুন শিক্ষার্থীদের ফুল ছিটিয়ে ও মিষ্টিমুখ করিয়ে বরণ করা হয়। তৃণমূল মডেল একাডেমী মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে নানা ধরনের কর্মসূচি বাস্তবায়ন করে আসছে।
অনুষ্ঠানে একাডেমীর ছাত্র-ছাত্রী, অভিভাবক ও অতিথিরা অংশগ্রহণ করেন। পরবর্তীতে একটি মনোরম সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়, যা উপস্থাপনা করেন মানবাধিকার কর্মী সাদ আহম্মেদ।