সারা বিশ্বব্যাপী ১০ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবস উদযাপন করা হয়। এ দিবস উপলক্ষে গতকাল শনিবার সকাল ১০টার দিকে মানবাধিকার দিবস উপলক্ষ্যে আমঝুপিতে মেহেরপুর চুয়াডাঙ্গা মহাসড়কে একটি র্যালি বের হয়।
র্যালিতে গ্রামীণ পর্যায়ের সুবিধাবঞ্চিত প্রান্তিক নারীদের উত্তরাধিকার, খাসজমি বন্দোবস্ত আইন গ্রামীণ দারিদ্র মানুষ যাতে সুবিধা পায় সে বিষয়ে সরকার সহ সকলের দৃষ্টি আকর্ষন করা হয়। র্যালি শেষে মউক এর হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এএলআরডি’র সহযোগিতায় মানব উন্নয়ন কেন্দ্র মউক এ সভার আয়োজন করে। অনুষ্ঠানে কমিউনিটি এডুকেশন ওয়াচ গ্রুপের সহ সভাপতি আব্দুর রকিব এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন আশাদুজ্জামান সেলিম । আমঝুপি ও পিরোজপুর ইউনিয়নের ১২টি নারী জনসমবায় দলের ৪১জন নারীনেত্রী/সদস্যসহ মেহেরপুর জেলার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মউক এর প্রোগ্রাম ম্যানেজার মোঃ ওয়াজেদ আলী।