মেহেরপুর সদর উপজেলার আমদহ গ্রামের বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
আজ বুধবার ভোর সাড়ে চারটার দিকে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮০ বছর। তিনি দুই স্ত্রী, দুই ছেলে, এক মেয়ে, নাতি-নাতকুড়িসহ অসংখ্য গুনাগ্রহী রেখে গেছেন।
বুধবার সকাল ১১ টার সময় আমদহ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে পুলিশের একটি চৌকস দল মরদেহ গার্ড অফ অর্ডার প্রদান করেন। এসময় বিউগলে করুন সুর বেজে উঠে। মেহেরপুরের সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল বাকী রাষ্ট্রের পক্ষে সালাম গ্রহণ করেন।
পরে জানাযা শেষে স্থানীয় কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়। জানাজা ও দাফন কাজে অন্যদের মধ্যে মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন অবসরপ্রাপ্ত এম এ মালেক, কদম আলী, সিরাজ আলী, মমিন ইসলামসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন।