গাংনী উপজেলা বাহাগুন্দা গ্রামের সংঘর্ষের ঘটনায় দায়ের করা মামলায় আদালতে আত্ম সমর্পণ করতে গিয়ে প্রধান আসামীসহ তিন জনকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দিয়েছে চিফ জুডিশীলাল ম্যাজিস্ট্রেট।
এরা হলেন মামলার প্রধান আসামী মেহেরপুর সদর উপজেলার ইসলামনগর গ্রামের নেছার উদ্দীনের ছেলে আব্দুর রহমান (৩০), লুকমান হোসেনের ছেলে আকরাম হোসেন (২৫) ও জহির উদ্দীনের ছেলে মহিদুল ইসলাম (৩২)।
আজ সোমবার দুপুরের দিকে মামলার ১৫ জন আসামী চিফ জুডিশীয়াল ম্যাজিস্ট্রেট তারিক হাসানের আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে মালার প্রধান আসামীসহ তিনজনকে জেল হাজতে পাঠানোর আদেশ দেন। বাকী ১২ জনের অস্থায়ী জামিন প্রদান করেন।
গত ১ জুন বেলা সাড়ে ১১ টার দিকে গাংনীর বাহাগুন্দা গ্রামের ইটভাটার শ্রমিক কালু হোসেন ট্রলি বোঝাই ইট নিয়ে সদর উপজেলার ইসলামনগর গ্রামের মধ্যে পৌছালে মটরসাইকেল আরোহী আব্দুর রহমান তাকে ব্যাপক মারধর করে ইটবোঝাই ট্রলিটি আটকিয়ে রাখে। পরে খবর পেয়ে বাহাগুন্দা গ্রামের লোকজন ওই গ্রামে জানতে গেলে দ্বিতীয় দফায় বাহাগুন্দা গ্রামের লোকজনের উপর হামলা করে ৯ জনকে গুরুতর আহত করে।
এঘটনায় বাহাগুন্দা গ্রামের আনারুল ইসলাম বাদী হয়ে ইসলামনগর গ্রামের ১৫ জনকে আসামী করে একটি মামলা দায়ের করেন। যার মামলা নং জিআর ১১৪/২২ ইং।
মামলার অন্যান্য আসামীরা হলেন, ইসলামনগর গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে সুমন হোসেন (৩৩), মৃতু ছেরু আলীর ছেলে জহির উদ্দীন (৫৫), আহম্মেদের ছেলে হানিফ (৪৫), মৃতু হাসেম আলীর ছেলে রুহুল আমিন (৫৫), খলিলুর রহমানের ছেলে সাজু (২২), রুহুল আমিনের ছেলে আলমগীর হোসেন (৩০), ওশাদ আলীর স্ত্রী জাহানারা খাতুন (৪০), নেছার উদ্দীনের স্ত্রী রুপসী নেছা (৫২), জুবায়ের হোসেন তাসিম (৪০), তোফায়েল হোসেনের ছেলে আবুল কাশেম (৩০), বরকত আলী (৩৩) ও আব্দুল জলিলের ছেলে শাহিন (২১)।