মেহেরপুর সদর উপজেলার খোকসা গ্রামের শেখ পাড়ায় দিনে দুপুরে চুরির ঘটনা ঘটেছে। অপরদিকে গাংনী উপজেলার গাড়াবাড়িয়াতে চুরি করার ব্যর্থ চেষ্টা চালিয়েছে সংঘবদ্ধ চোর।
শুক্রবার দুপুরের পৃথক এ ঘটনা ঘটে।
জানা গেছে, সদর উপজেলার খোকসা শেখ পাড়ার সাবেক সেনা সদস্য আলিফ হোসেনের বাড়ির সদস্যরা বাচ্চার চিকিৎসার জন্য চিকিৎসকের কাছে। ওই সময় বাড়ি ফাঁকা পেয়ে বাড়ির মূল দরজার তালা ভেঙে চোরের দল বাড়িতে প্রবেশ করে। ঘরের আসবাবপত্র এলোমেলো করে এবং বিভিন্ন ড্রয়ার ভাংচুর করে প্রায় ৭০০ আমেরিকান ডলার, স্বর্নের দুল ও আংটি চুরি করে নিয়ে যায় সংঘবদ্ধ চোরের দল।
আলিফ হোসেনের বড় ছেলে রাশিদুল ইসলাম রনি জানান, চিকিৎসক দেখিয়ে সন্ধ্যার দিকে বাড়ি এসে দেখি দরজার তালা ভাঙা। পরে ঘরে ঢুকতেই দেখি ঘরের দরজার তালাও ভাঙা , বিভিন্ন ড্রয়ার ভাঙা। তখন বুঝতে পারেন বাড়িতে চুরি হয়েছে। তিনি জানান, আমি কানাডা প্রবাসি। ছুটিতে বাড়িতে এসে ঘরে কিছু ৭০০ আমেরিকান ডলার সংগ্রহ করে রেখেছেন আবার বিদেশ যেতে লাগবে বলে। চোররা তারা জমানো ওই ডলার, সোনার তৈরি কানের দুল ও আংটি চুরি করে নিয়ে যায়। যার আনুমানিক মূল্য দেড় লাখ টাকা হবে।
এ ব্যাপারে মেহেরপুর সদর থানায় একটি লিখিত অভিযোগ করেছে রাশিদুল ইসলাম রনি।
অপরদিকে, দুপুরের গাংনী উপজেলার গাড়াবাড়ীয়া হাটপাড়ায় প্রাথমিক শিক্ষক আকমল হোসেনের বাড়িতে মুখে কাপড় বেধে হাতে ধারালো অস্ত্র নিয়ে এক চোর প্রবেশ করে। ওই চোর ঘরে প্রবেশ করার সময় ওই শিক্ষকের মেয়ে দেখে চিৎকার শুরু করে। চিৎকার শুনে বাড়ির ছাদ লাফিয়ে পাশের বাগান দিয়ে পালিয়ে যায়।
হঠাৎ করে এ ধরণের চুরির ঘটনায় জেলা জুড়ে আতঙ্ক তৈরি হয়েছে।