মেহেরপুরের গাংনীতে ঝড়ে ক্ষতিগ্রস্থ একটি পরিবারের মাঝে টিন ও তিন হাজার টাকা মূল্যে চেক বিতরণ করা হয়েছে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয়ের ত্রাণ ও দূর্যোগ ব্যবস্থাপনা তহবিল থেকে এ সহায়তা দেয়া হয়।
আজ রোববার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এম এ খালেক এ টিন ও চেক বিতরণ করেন। সম্প্রতি আম্পান ঝড়ে বাড়ীর ক্ষয়-ক্ষতি হওয়ায় উপজেলার পাকুড়িয়া গ্রামের মৃত আহাম্মদ আলীর ছেলে আলহামদুকে এ টিন ও চেক দেয়া হয়।
এ সময় প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা অফিসের কর্মকর্তা ও কর্মচারী ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।