মেহেরপুর সদর উপজেলার টেঙরামারি গ্রামে প্রায় ১৬ লক্ষ টাকা ব্যয়ে ৪৩৪ মিটার সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ উঠেছে ।
ইট সহ বিভিন্ন উপকরণ নিম্নমানের দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছে স্থানীয়রা। গতকাল রবিবার সকালে সরে জমিন গিয়ে দেখা যায় খোয়া দিয়ে রোলারিংয়ের যে কাজটি করা হয়েছে তাতে ২ ও ৩ নম্বর ইট রয়েছে।
আমদহ ইউনিয়নের স্থানীয় ইউপি সদস্য মোকাদ্দেস আলী জানান, স্থানীয় জনগণ বিষয়টি আমাকে জানালে আমি সরেজমিন সেখানে যায় এবং দেখি যে বেশিরভাগ ইটগুলোই ৩ নম্বর।
স্থানীয় আনসার আলী বলেন বেশিরভাগই কামা ইট দিয়ে রাস্তা তৈরি করা হচ্ছে।
নাম প্রকাশ না করার শর্তে বেশ কয়েকজন স্থানীয় জনগণ জানান তিন নম্বর ইট দিয়ে রাস্তা তৈরি করাই গ্রামের একজন প্রতিবাদ করতে গেলে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রুস্তম আলী ও তার ছেলে হীরা তার উপর চড়াও হয়।
স্থানীয় আরো একজন বলেন, এই কাজের দেখভাল করে স্থানীয় আওয়ামী লীগ সভাপতি রুস্তম আলী। তিনি না চাইলে কখনোই এই নিম্নমানের উপকরণ দিয়ে রাস্তা তৈরি সম্ভব ছিল না।
স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রুস্তম আলী বলেন এই কাজে দুই থেকে তিন ট্রলি তিন নম্বর ইট দেয়া হয়েছে বাকিগুলো সব ঠিক আছে। তিনি আরো বলেন অন্যান্য রাস্তা গুলো যেরকম হয় এ রাস্তা সেভাবে তৈরি হচ্ছে।
স্থানীয় সাব ঠিকাদারের ম্যানেজার ফারুক হোসেন অনিয়মের অভিযোগটি সম্পূর্ণ মিথ্যা দাবি করে তিনি বলেন অফিস থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আসার পরেই তারা রাস্তায় খোয়া দিয়ে রোলারিং এর কাজ শুরু করেছেন।
বাস্তবায়নকারী সাব ঠিকাদার জুয়েল বিশ্বাস বলেন নির্মাণ উপকরণ এর দাম বৃদ্ধি পাওয়ায় রাস্তা নির্মাণের ক্ষেত্রে একটু কম বেশি করা হচ্ছে।
সদর উপজেলা প্রকৌশলী শাহীন আক্তার বলেন আমি অফিসের বাইরে আছি তথ্য জানতে হলে অফিসে আসেন।