সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে পুনঃ নির্মাণ হচ্ছে মেহেরপুর সদরের নতুন দরবেশপুর জামে মসজিদের নির্মাণ কাজ।
স্থানীয় সূত্রে জানা যায়, নতুন দরবেশপুর জামে মসজিদটি তৈরি হয় ১৯১০ সালে সেটি ১৯২৮ সালে ইমারত নির্মাণ হয় এবং ১৯৮৬ সালে মসজিদটির সংস্কার কাজ করা হয়। ধীরে ধীরে জনসংখ্যা বৃদ্ধির ফলে মুসল্লিদের জায়গার সংকুলান না হওয়ায় মসজিদ সম্প্রসারণের প্রয়োজনীয়তা অনুভব হয়। মসজিদ কমিটির সিদ্ধান্ত মোতাবেক ২০২০ সালে ভাঙ্গা হয় পুরাতন মসজিদ টি। পরবর্তীতে মসজিদের ইমাম নিয়োগকে কেন্দ্র করে বাধা পড়ে নির্মাণ কাজের। সেই থেকেই বন্ধ হয়ে যায় নির্মাণ কাজ। শুরু হয় জটিলতা এ নিয়ে কয়েক দফা আলোচনায় বসেও সুরাহা হয়নি।
পরবর্তীতে বিষয়টি নিয়ে দেন দরবার শুরু হয় উপর মহলে। সকল জল্পনা-কল্পনা ও জটিলতার অবসান ঘটিয়ে মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এর হস্তক্ষেপে বারাদি ইউপি চেয়ারম্যান পিরোজপুর ইউপি চেয়ারম্যান সহকারি কমিশনার ভূমি মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা স্থানীয় নেতৃবৃন্দ ও গ্রামবাসীর আলোচনায় সকল জটিলতার অবসান ঘটে। শুরু হয়েছে নতুন দরবেশপুর জামে মসজিদের পুনরায় নির্মাণ কাজ। পূর্বের জায়গাতেই মসজিদ নির্মাণে গ্রামবাসীর মনে এখন আনন্দের ছাপ। বাপ দাদার রেখে যাওয়া স্থানে মসজিদটি পুনরায় নির্মাণ হওয়াতে আনন্দিত গ্রামবাসী।
এ বিষয়ে মসজিদ কমিটির সভাপতি গোলাম কিবরিয়া বলেন মসজিদটি পুনরায় একই স্থানে নির্মাণ হওয়াতে আমরা আনন্দিত।
মসজিদ কমিটির সাধারণ সম্পাদক আনোয়ার কবির সাজু বলেন- মসজিদটি নির্মাণ করা ছিল আমাদের প্রাণের দাবি, জটিলতা নিরসনে যারা সার্বিক সহযোগিতা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। মসজিদের নিয়মিত মুসল্লী শাহাদত হোসেন বলেন- মসজিদের নির্মাণ কাজ বন্ধ থাকার ফলে আমরা চাটাই ঘেরা ঘরে নামাজ আদায় করছি, মসজিদটি নির্মাণ হওয়াতে আমরা অনেক আনন্দিত।
সাইদুর রহমান বলেন- আমরা একটি মডেল মসজিদ হিসাবে গড়ে তুলব এজন্য সকলের সহযোগিতা কামনা করছি।