মেহেরপুরের বারাদীতে উত্তম গ্রাহক সেবায় প্রত্যয়ে পূর্ণাঙ্গ ব্যাংকিং সুবিধা নিয়ে আইএফআইসি ব্যাংকের ১০১৪তম উপশাখার উদ্বোধন করা হয়েছে।
গতকাল মঙ্গলবার দুপুর ১২ টায় বারাদী বাজারের আন্নাচ নিউ মার্কেট দ্বিতীয় তলায় আইএফআইসি ব্যাংকের উপশাখার উদ্বোধন করা হয়। বারাদী বাজার উপশাখার ম্যানেজার সোহরাব হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বারাদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোমিনুল ইসলাম মোমিন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দর্শনা শাখার অফিসার এস এম সাব্বির আহমেদ, বারাদী উপশাখার ইনচার্জ ইমরান হোসেন, টিএসও মনিলুর রহমান।এছাড়া উপস্থিত ছিলেন বারাদী বাজার কমিটির সভাপতি হাজী লিয়াকত আলী সর্দার, সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান, বারাদী বাজারের ব্যবসায়ীসহ অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।