মেহেরপুর সদর উপজেলার যাদুখালী স্কুল এন্ড কলেজের পাঁচটি সেগুন গাছ কাটার অভিযোগ উঠেছে সভাপতি আব্দুস সামাদ ওরফে বাবলু বিশ্বাসের বিরুদ্ধে। অভিযুক্ত আব্দুস সামাদ বাবলু বিশ্বাস জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও পিরোজপুর ইউপি চেয়ারম্যান।
গত শনিবার এ পাঁচটি সেগুন গাছ কাটা হয়। যার আনুমানিক মূল্য ৯০ হাজার থেকে ১ লক্ষ টাকা। তবে শিক্ষার্থীদের নদী পার করতে নৌকা তৈরি কাজে ব্যবহারের জন্য রেজুলেশ করেই গাছ কাটা হয়েছে। তবে প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও সদ্য সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ দুজনেরই কেউই জানেন না রেজুলেশন হয়েছে কি না।
জানা গেছে, যাদুখালী স্কুল এন্ড কলেজের সীমানা প্রাচির সংলগ্ন সেগুন বাগান থেকে ৫টি সেগুন গাছ কাটে গুড়িসহ নিয়ে যাওয়া হয়েছে। যার প্রতিটা গাছের মূল্য ১৮ থেকে ২০ হাজার টাকা হবে বলে জানান স্থানীয়রা।
সদ্য সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ সিরাজুল ইসলাম বলেন, গত বছরের ৩১শে অক্টোবর থেকে চলতি বছরের ৮ ফেব্রুয়ারি পর্যন্ত আমি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছি। আমার ওই সময়ের মধ্যে গাছ কাটা সংক্রান্ত কোনো রেজুলেশন করা হয়নি। আমি শুনেছি ৫টি সেগুন গাছ কাটা হয়েছে। গত শনিবার ছুটি থাকার কারণে আমি প্রতিষ্ঠানে ছিলাম না।
বর্তমান ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাজিবুল আলম বলেন, আমি চলতি মাসের ৯ তারিখে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পেয়েছি। আজ দশ দিন পূর্ণ হল আমার দায়িত্ব নেওয়ার মধ্যে গাছ কাটার বিষয়ে প্রতিষ্ঠান থেকে কোনো সিদ্ধান্ত হয়েছে বলে আমার জানা নেই।
যাদুখালী স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক আব্দুল সামাদ বিশ্বাস বলেন, পাশ্ববর্তি যতারপুর গ্রামের ৩শ ছেলে মেয়ে স্কুলে পড়াশোনা করে। ভৈরব নদীর উপর নির্মিত বাঁশের সাঁকো দিয়ে এসব শিক্ষার্থীরা পার হয়ে স্কুলে আসে। বর্ষার সময় সাঁকোর অবস্থা খুবই খারাপ হয়ে যায়। সে কারণে পারাপারের জন্য নৌকা একটি ভালো মাধ্যম। স্কুলের গাছ কাটা হয়েছে নৌকা বানানোর জন্য। এটি একটি বেসরকারি প্রতিষ্ঠান তাই রেজুলেশন করে গাছ কাটা হয়েছে।
মেহেরপুর জেলা শিক্ষা অফিসার মাহফুজুর হোসেন বলেন, সরকারি অথবা বেসরকারি কোন প্রতিষ্ঠানের গাছ কাটতে হলে সরকারি বিধি মোতাবেক কাটতে হবে। এজন্য প্রতিষ্ঠানের রেজুলেশনসহ উপজেলা গাছ কাটা বিষয়ক কমিটি রয়েছে। সে কমিটিতে অবহিত করতে হবে।
মেহেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সদর উপজেলা গাছ কাটা বিষয়ক কমিটির সভাপতি মো. ওবায়দুল্লাহ বলেন, যাদুখালী স্কুল এন্ড কলেজের গাছ কাটার কাটার বিষয়টি আমি জানিনা। স্কুলের কর্তৃপক্ষ কিভাবে সিদ্ধান্ত নিলো বিষয়টি জেনে বলতে পারবো।