মেহেরপুর সদর উপজেলার শিবপুর গ্রামে কবরস্থানের জায়গা জবরদখল থেকে মুক্ত করা নিয়ে সৃষ্ট সংঘর্ষে দুই জন আহত হয়েছে। আহতরা হলেন একই গ্রামের নইমুদ্দিনের ছেলে মসলেম (৫৫) ও গজলুর ছেলে সুজন (২২)। শুক্রবার দুপুরে শিবপুর গ্রামে এ ঘটনা ঘটে।
ঘটনার বিবরণে জানা গেছে, শিবপুর কবরস্থানের ৬ কাঠা জায়গা বজলুর রহমান দীর্ঘদিন ধরে দখল করে রেখেছে। এবিষয় নিয়ে দীর্ঘদিন ধরে এলাকাবাসীর সাথে বজলুর রহমানের ঝামেলা চলে আসছে। সম্প্রতি কবরস্থানের উন্নয়নে একটি বরাদ্দ আসে। আজ বাদ জুম্মা বিষয়টি নিয়ে সকলে মিলে আলোচনা হবার কথা।
আলোচনার শুরুতেই কথা কাটাকাটির এক পর্যায়ে এলাকাবাসী বজলুর রহমানের সিদ্ধান্তের বিপক্ষে অবস্থান নেয় এবং গ্রামের লোকজন গোরস্থানের সামনে সমবেত হতে শুরু করলে বজলুর নেতৃত্বে, গাজলু, হাসেম ও সুজন গ্রামবাসীর উপর ইটপাটকেল নিক্ষেপ করে। এ সময় সেখানে সংঘর্ষ বেধে যায়। এসময় ইটের আঘাতে মসলেম রক্তাক্ত জখম হয় ও সুজন আহত হয়। এসময় গোরস্থানের সামনে অগ্নিসংযোগ করা হয়। খবর পেয়ে সদর থানার ওসি শাহ দারা খানের নেতৃত্বে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে মেহেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন আয়ত্তে আনে। আহতদের উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।